গাজীপুরে বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে গণসমাবেশ
মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরের কাশিমপুরের সান সিটির মাঠে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা চালুর দাবিতে বিশাল গণসমাবেশ করেছে কর্মহীন শ্রমিক, কর্মচারী ও এলাকাবাসী। মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরের কাশিমপুরের সান সিটির মাঠে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। কারখানার শ্রমিক, কর্মকর্তা- কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল ফ্যাক্টরি খোলা, ব্যাংকিং ব্যাবস্থা পূনরায় চালু এবং অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বেক্সিমকোর ৪২ হাজার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্তরের জনসাধারণের প্রতি সংহতির আহ্বান জানানো হয়।
কারখানা শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় শ্রমিকরা দাবি জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের সকল ফ্যাক্টরি পুনরায় চালু করার এবং নিজেদের কর্মসংস্থান এবং পরিবারের ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়েছি। যদি বেক্সিমকো কারখানা না চলে তাহলে আশেপাশে কোন কারখানা চলতে দিবো না। আমরা কেন বৈষম্যের শিকার হবো? বুধবার সকালে আমরা কারখানায় কাজে যোগ দিতে চাই। বেক্সিমকোর ৪২ হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা মানবেতর জীবনযাপন করছে।