পাঠান জওয়ান হয়ে গেল : সালমান
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ প্রিভিউ ভিডিও। দুই মিনিটের সেই ভিডিও ক্লিপে সবাইকে চমকে দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এমনকি এ ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের সুলতান সালমান খানও।
‘জওয়ান’-এর প্রিভিউ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, পাঠান জওয়ান হয়ে গেল। দুরন্ত ট্রেলার, মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের সিনেমাই তো বড় পর্দাতে দেখা উচিত। মুক্তির প্রথম দিনে অবশ্যই আমি এটা দেখে ফেলব। দারুণ মজা পেয়েছি।
‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ান’-এর দিকে নজর ছিল সবার। ১০ জুলাই এ সিনেমার আগাম ঝলক প্রকাশ করা হবে, যা জানানো হয়েছিল আগেই। তাই অধীর আগ্রহভরে অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। অবশেষে সকাল সাড়ে ১০টায় হয় সেই অপেক্ষার অবসান।
মঙ্গলবার (১০ জুলাই) পরিচালককে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড বাদশাহ লেখেন, স্যার! তুমিই সেরা! সমস্ত কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। বিজয় সেতুপতির সঙ্গে কাজ করে তিনি কতটা গর্বিত সেটাও জানান তিনি।
প্রসঙ্গত, অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। আগাম ঝলকে অ্যাকশনে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে।