পটুয়াখালী সদর ও কলাপাড়া থানায় যোগ দিলেন নতুন ওসি

এছাড়া পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা পুলিশে বদলি করা হয়েছে।

পটুয়াখালী সদর ও কলাপাড়া থানায় যোগ দিলেন নতুন ওসি

প্রথম নিউজ,পটুয়াখালী: পটুয়াখালী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. জসিম ও কলাপাড়া থানায় মো. আলী আহম্মেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে কলাপাড়া থানা ও বুধবার (৫ জুলাই) পটুয়াখালী সদর থানায় দায়িত্ব হস্তান্তর হয়। এছাড়া পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা পুলিশে বদলি করা হয়েছে।

৩ জুলাই পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের সই করা চিঠিতে তাদের বদলি করা হয়। কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ এর আগে রাঙ্গাবালী থানায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম এর আগে দশমিনা ও কলাপাড়া থানার ওসি এবং পটুয়াখালী সদর থানায় (ওসি অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, পুলিশের নিয়মিত কর্মস্থল পরিবর্তনের অংশ হিসেবে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।