পঞ্চগড় ,টাঙ্গাইল ও সিরাজগঞ্জে সড়কে নিহত ৫ জন
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত, টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, সিরাজগঞ্জে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ২, আহত ৫ হয়েছেন।
প্রথম নিউজ ডেস্ক: পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত, টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, সিরাজগঞ্জে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ২, আহত ৫ হয়েছেন।
পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বেলাল হোসেন (৬৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় জেলার আটোয়ারী মহাসড়কের ফুটকিবাড়ীর জিতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের গাঞ্জাবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য বেলাল বাজার হতে অটোরিকশায় বাড়ি ফেরার পথে বিপরীত থেকে আসা একটি ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে বেলাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকার ১১ নম্বর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেলের দুইজন বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। সল্লা এলাকার একটি সেতুর কাছে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায় একটি অজ্ঞাত গাড়ি। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দোবিরগঞ্জ এলাকায় বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলাধীন দোবিরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার সাইখোলা গ্রামের মৃত শেরু খাঁ'র ছেলে ঠান্ডু (৪৫) ও মৃত আতাহার প্রামানিকের ছেলে সামাদ (৪৫)। দুজনই পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews