পুঁজিবাজারে দরপতন, দুই ঘণ্টায় লেনদেন ১৮৯ কোটি টাকা
এর আগের কর্মদিবস সোমবারেও পুঁজিবাজারে লেনদেনে একই অবস্থা ছিল।
প্রথম নিউজ, ঢাকা: শোক দিবসের ছুটির পর বড় দরপতনের মধ্য দিয়ে বুধবার (১৬ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পাঁচ মিনিট পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ২২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে ৪০ পয়েন্ট। শেয়ার বিক্রির চাপে সূচক কমার পাশাপাশি লেনদেনে দেখা দিয়েছে ধীরগতি। এর আগের কর্মদিবস সোমবারেও পুঁজিবাজারে লেনদেনে একই অবস্থা ছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ থেকে কাটা হবে ‘উৎসে কর’— এই খবরের পাশাপাশি আজ (বুধবার) ছড়িয়ে পড়ে হ্যাকাররা একাধিক ব্যাংক হ্যাকিংয়ের চেষ্টা করছে। এসব কারণে দিনের শুরুর দিকে শেয়ার বিক্রিতে চাপ শুরু হয়। শুরু হয় দরপতন, লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় সূচক কমে ৩০ পয়েন্টের বেশি। তবে এরপর থেকে শেয়ার বিক্রির চাপ কমতে শুরু করে এবং সূচক ওঠা-নামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১২টা পাঁচ মিনিট) ডিএসইতে মাত্র ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৭টির। আর ১০৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ২২ পয়েন্ট। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচকে ১৪ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ সূচকে কমেছে চার পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৫৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে পাঁচ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১১৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র নয়টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।