পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

শুক্রবার সন্ধ্যার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

প্রথম নিউজ, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, নাশকতা মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— আব্দুল হান্নান চৌধুরী ও আবু সাঈদ। আব্দুল হান্নান চৌধুরী পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আবু সাঈদ পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন।

ওসি ফয়সাল বিন আহসান বলেন, গত ২৯ অক্টোবর থানায় একটি  নাশকতার মামলা হয়েছিল। পুলিশ বাদী করা ওই মামলায় ১৩ জন নামীয় ও ১৫ থেকে ২০ জন অজ্ঞাত আসামি ছিল। মামলার তদন্তে আব্দুল হান্নান চৌধুরী ও বাগজানা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদের সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।