পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত
বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি বাস ও একটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার মধ্যরাতে কোহিস্তান জেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে ১৫ জন বাসযাত্রী এবং ৫ জন প্রাইভেট কারে ছিলেন। এ খবর দিয়েছে করাচিভিত্তিক গণমাধ্যম ডন।
খবরে জানানো হয়, বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। আর এসময় বিপরীত দিক থেকে আসছিল কারটি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন গিলগিট–বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ।
ডন জানিয়েছে, দুর্ঘটনা ঘটে মূলত কোহিস্তানের মধ্যে। তবে উদ্ধার অভিযান পরিচালনা করে গিলগিট বাল্টিস্তান পুলিশ। কারণ তাদের থেকে ওই এলাকা তুলনামূলক কাছে ছিল। পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দেশটিতে ২০১৮ সালে ২৭ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল।