পুকুরে ভেসে উঠল নিখোঁজ দুই শিশুর মরদেহ

 পুকুরে ভেসে উঠল নিখোঁজ দুই শিশুর মরদেহ

প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লায় নিখোঁজ দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলার নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হচ্ছে- নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরাফাত (৫) এবং একই এলাকার মাহফুজ হকের ছেলে মো. নোমান (৬)। 

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত এ মাহফুজ হকের ছেলে নোমান সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও শিশু দুটিকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ দুটি উদ্ধার করে দাফন কাজ শেষ করেন স্বজনরা। 

ওসি দেবাশীষ চৌধুরী বলেন, এ বিষয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।