পাওনা টাকার জন্য চাপ, ফাঁস নিলো যুবক

 পাওনা টাকার জন্য চাপ, ফাঁস নিলো যুবক

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মুগদা থানাধীন উত্তর মুগদার একটি বাসা থেকে মো. রুবেল মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) শেখ এনামুল করিম জানান, খবর পেয়ে উত্তর মুগদাপাড়ার একটি বাসার চতুর্থ তলা থেকে রুবেল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রুবেলের ছোট ভাই সুমন বলেন, আমরা দুই ভাই মুগদার ঝিলপাড় এলাকার এক দোকানে সেলসম্যান হিসেবে কাজ করি। আমার ভাই রুবেল অনলাইনে জুয়ায় আসক্ত ছিল। গত ঈদের আগে ওই দোকানের মালিক জানায়, রুবেল দোকানের ক্যাশে থেকে ১ লাখ ১০ হাজার টাকার হিসাব মিলাতে পারছে না। এছাড়া আগে ১ লাখ টাকা রুবেলের কাছে পাওনা রয়েছে দোকান মালিক।

তিনি বলেন, এ টাকার জন্য বিভিন্ন সময় রুবেলকে চাপ দেওয়া হতো। এরই মধ্যে দোকান মালিককে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া প্রতি মাসে রুবেলের বেতন থেকে ৪ হাজার টাকা কেটে নিতেন দোকান মালিক। এ নিয়ে আমার ভাই মানসিক চাপের মধ্যে থাকায় ওই বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।