সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা বিভাগ গঠিত এ কমিটিতে জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ডিএমপি, সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস, গৃহায়ন ও গণপূর্তের প্রতিনিধিরা রয়েছেন।

সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
প্রথম নিউজ, অনলাইন: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. খালেদ রহিমকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা বিভাগ গঠিত এ কমিটিতে জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ডিএমপি, সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস, গৃহায়ন ও গণপূর্তের প্রতিনিধিরা রয়েছেন।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।