বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ সব তথ্য জানানো হয়।
প্রথম নিউজ, অনলাইন : বান্দরবানের লামায় ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি আগুনে পুড়ে যাওয়া ঘর পুনঃনির্মাণসহ সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশও দিয়েছেন।