নায়িকার মৃত্যুর কয়েক ঘণ্টা আগের সিসিটিভি ফুটেজ ফাঁস
তার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে হোটেলরুমে ‘রহস্যময়’ একজন আসেন। তার সঙ্গে লেন্সবন্দি হন আকাঙ্ক্ষা। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : ভোজপুরি নায়িকা আকাঙ্ক্ষা দুবের মৃত্যুর কয়েক ঘণ্টা আগের সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। তার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে হোটেলরুমে ‘রহস্যময়’ একজন আসেন। তার সঙ্গে লেন্সবন্দি হন আকাঙ্ক্ষা। খবর হিন্দুস্তান টাইমসের। ফুটেজে দেখা যায়, লিফট নয় হোটেলের সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন নায়িকা। এরপর ওই ব্যক্তির হাতে আকাঙ্ক্ষার ব্যাগ দেখা যায়, সেখান থেকে চাবি খোঁজছিলেন অভিনেত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম সন্দীপ সিং। আকাঙ্ক্ষাকে হোটেল রুমে শুধু ছাড়তেই আসেননি সন্দীপ, মিনিট ১৫-২০ সময়ও কাটান তিনি। বন্ধ রুমের মধ্যে কী ঘটেছিল? সেই রহস্যজট সমাধানে পুলিশ। প্রসঙ্গত, সেই সময় এক বার্থডে পার্টিতে যোগ দিয়ে হোটেল রুমে ফিরছিলেন আকাঙ্ক্ষা।
রাত দেড়টার কিছু সময় পর হোটেলের বাইরে আসেন সন্দীপ। এরপর ইনস্টাগ্রাম লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। যদিও কেন কাঁদছিলেন আকাঙ্ক্ষা; তা রহস্যই রয়ে গেছে। পরদিন সকালে শুটিংয়ের জন্য তৈরি হতে নায়িকাকে ডাক দিতে যান মেকআপ আর্টিস্ট। অনেক হাঁকডাকের পরও সাড়াশব্দ না মিললে ‘মাস্টার কি’ দিয়ে খোলা হয় হোটেল রুমের দরজা, তখনই নায়িকার লাশ উদ্ধার হয়।