নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো

নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো

প্রথম নিউজ, নীলফামারী: শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দুই ধাপে বন্ধ ছিল নীলফামারীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে রবিবার (২৮ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়। ফলে তৃতীয় ধাপে আরও একদিনের জন্য বন্ধ বাড়ানো হয়েছে। জেলা শিক্ষা অফিস এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।

এতে বলা হয়েছে, দেশে বিভিন্ন জেলার ন্যায় নীলফামারী জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। ২৮ জানুয়ারী নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসের নিচে। তাপমাত্রা কমায় আঞ্চলিক উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর  অঞ্চল মহোদয়ের নির্দেশনা ও জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ২৮ জানুয়ারী ছুটি বর্ধিত করা হলো।

এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএ শাহজাহান সিদ্দিকীর সাথে কথা হলে তিনি জানান, জেলার তাপমাত্র ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় ২৮ জানুয়ারী সকল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার ডিমলা উপজেলা আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।