নরসিংদী আদালত থেকে আসামি পালিয়ে গেল
নরসিংদীতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে নজরুল ইসলাম নামের এক নোট জালিয়াতি মামলার আসামি পালিয়েছেন।
প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে নজরুল ইসলাম নামের এক নোট জালিয়াতি মামলার আসামি পালিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামির খোঁজ পায়নি পুলিশ। এ ঘটনায় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, ২০০৯ সালের মনোহরদী থানার নোট জালিয়াতি মামলার আসামি নজরুল ইসলাম জামিনে বের হয়ে ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন। একই বছর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নজরুল গত বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক নাহিদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কাঠগড়া থেকে নেমে দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান নজরুল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews