নীরব পদযাত্রা থেকে নিঃশব্দ মানববন্ধনে বিএনপি: কাদের

বিএনপির আন্দোলনের গতিপ্রকৃতি দেখে বোঝা যায়— যতটুকু গতি তারা আশা করছিল তা নেই, জনগণের অংশগ্রহণ আশা করেছিল তাও নেই,

নীরব পদযাত্রা থেকে নিঃশব্দ মানববন্ধনে বিএনপি: কাদের
নীরব পদযাত্রা থেকে নিঃশব্দ মানববন্ধনে বিএনপি: কাদের

প্রথম নিউজ, ঢাকা : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের গতিপ্রকৃতি দেখে বোঝা যায়— যতটুকু গতি তারা আশা করছিল তা নেই, জনগণের অংশগ্রহণ আশা করেছিল তাও নেই, পৃথিবীতে কোনো আন্দোলনই জনগণের সম্পৃক্ততা ছাড়া সম্ভব হয় না।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা যত কিছুই করেছে, সবই সীমিত ছিল। তাদের নেতাকর্মীদের অংশগ্রহণও কমে গেছে। নেতাকর্মীদের অংশগ্রহণ ছাড়া তো গণআন্দোলন হবে না।

বিএনপির আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখার কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, তারা রাজনৈতিকভাবে আন্দোলন করলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। তারা সহিংস আন্দোলন করলে জনগণের জানমাল রক্ষায় আমরা দায়িত্ব পালন করব।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের জনগণের সরকারের সদিচ্ছার ওপর আস্থা রয়েছে। বিএনপি তাদের আন্দোলনে সাধারণ মানুষকে যুক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি।

কঠিন মুহূর্তে শেখ হাসিনা সরকার জনগণের কল্যাণে কাজ করেছে জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মানুষের জানমাল রক্ষায় শেখ হাসিনা সরকারের আন্তরিক প্রয়াসের প্রতি জনগণের আস্থা রয়েছে। তাই কোনো আন্দোলন কিংবা কোনো অভ্যুত্থান ঘটেনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: