নারীদের হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা রাশিয়ার: ইউক্রেন

 নারীদের হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা রাশিয়ার: ইউক্রেন
নারীদের হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা রাশিয়ার-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাজধানী কিয়েভ থেকে ২০ কিলোমিটার দূরের একটি হাইওয়েতে চার নারীর নগ্ন দেহ উদ্ধার করেছে।

এক টুইট বার্তায়, কম্বলে মোড়া একটি স্তুূপের ছবি পোস্ট করা হয়েছে এবং বলা হচ্ছে যে, রাশিয়ার ‘বর্বর’রা রাস্তার পাশে মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে।

এদিকে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার সৈন্যদের কাছ থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে। রাজধানী কিয়েভের কাছে এরকম একটি পৌর শহরে গণকবর দিয়েছে ইউক্রেনের সেনারা।

কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহরটি যেনো মৃত্যুপুরী। সেখানেই তিনশ জনের মতো মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

শহরটির মেয়র অ্যানাতোলি ফেদোরুক অভিযোগ করেছেন, নির্বিচারে ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী। এরই মধ্যে ২৮০ জনের মতো মানুষকে কবর দেওয়া হয়েছে বুচায়।

শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে আরও বহু মরদেহ। রুশ হামলায় নিহতদের মধ্যে শিশু, কিশোরও রয়েছে বলে দাবি ফেদোরুকের।

মেয়র ফোদোরুক আরও জানান, শুধু বুচার রাস্তায় পাওয়া গেছে অন্তত ২২ জনের মরদেহ। দেশটির অন্যান্য শহরেও বহু মানুষকে হত্যার অভিযোগ করছেন ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom