নোবেলকে নিয়ে ফের সমালোচনা
প্রথম নিউজ, ডেস্ক : হিরো আলমের পাশে দাঁড়ালেন সারেগামাপা’খ্যাত নোবেল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুলকে নিয়ে তার মন্তব্যে সমালোচনার ঝড় বইছে। বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে বিদ্ধ আশরাফুল আলম ওরফে হিরো আলম। একইসঙ্গে বেসুরে নজরুলগীতিও গেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তারপরেই তাকে তলব করে পুলিশ। এরপরেই পুলিশে মুচলেকা দিয়ে তিনি জানিয়েছেন, এবার থেকে আর বিকৃত করে গান গাইবেন না। একইসঙ্গে আর রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতিও গাইবেন না বলেও জানান। কিন্তু এই প্রসঙ্গেই এবার বিতর্কিত মন্তব্য করেছেন গায়ক মঈনুল আহসান নোবেল। তিনি দাবি করেছেন, রবীন্দ্রনাথ এবং নজরুল কোনো ভগবান নন। আর তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না এমন কোথাও বলা নেই।
যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে নাই তাকে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে নোবেল আরও লিখেছেন, বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক। এমন মন্তব্য করার পরই নোবেলকে নিয়ে সমালোচনার ঝড় এখন বইছে দুই বাংলায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews