আমি বাচ্চা তৈরির মেশিন নাকি!
প্রথম নিউজ, ডেস্ক : স্বামী আর দুই পুত্র নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন কারিনা কাপুর খান। সেখান থেকেই সাইফের সঙ্গে বেবোর একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপরই ছড়িয়ে পড়ে কারিনার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন। সেটা হলে পঞ্চম সন্তানের বাবা হবেই পতৌদির ছোট নবাব। আর এ খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। লন্ডন থেকে ফিরেই কারিনা এ নিয়ে মুখ খুলেছিলেন, এটা শুধুমাত্র পাস্তা ও ওয়াইন...শান্ত হোন...আমি প্রেগন্যান্ট নই। সাইফ বলছে, ভারতের জনসংখ্যায় ও ইতিমধ্যেই অনেক কন্ট্রিবিউট করে ফেলেছে। এনজয়।
তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফের একবার তার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন নিয়ে সরব হয়েছেন বেবো। কারিনার কথায়, শান্ত হোন, আমরাও তো মানুষ। আপনাদের মতো আপনারাও বিষয়টা স্বাভাবিক ভাবে নিন। খানিকটা প্রশ্নের সুরে কারিনা বলেন, আপনি কী বলতে চান, আমি প্রেগন্যান্ট? আবারও বাচ্চা হবে? আমি কি মেশিন নাকি? এই পছন্দটা আমার উপরই ছেড়ে দিন না.. কারিনা আরও বলেন, আমি হলাম সেই ব্যক্তি, যে কোনও কিছুই লুকিয়ে রাখে না। সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। সকলের উচিত আমাদেরও আমাদের মতো করে বাঁচতে দেওয়া।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews