মধ্যপ্রদেশে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৮
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে জাবালপুরে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন কমপক্ষে আটজন। জাবালপুরের সিএসপি অখিলেশ গৌর বলেছেন, আহত হয়েছেন বেশ কিছু মানুষ। তার মধ্যে ভয়াবহ অবস্থা তিনজনের। মারাত্মক আগুন দেখা দেয় নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে। সেখানে যেসব মানুষ আটকা পড়েছিলেন, তাদেরকে উদ্ধার করেছে আমাদের বাহিনী। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। এসপি সিদ্ধার্থ বহুগুনা বলেছেন, সোমবার বিকেলে জাবালপুরে গোহালপুর পুলিশ স্টেশনের কাছেই ওই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews