নেত্রকোনায় ১০ মাসে ৬৩ বাল্যবিয়ে নিরোধ

ভুয়া জন্মসনদ আর কাজীর কারচুপির সাহায্যে অনেক অভিভাবক অনায়াসে বাল্যবিয়ের আয়োজন করে থাকেন।

নেত্রকোনায় ১০ মাসে ৬৩ বাল্যবিয়ে নিরোধ
প্রথম নিউজ, নেত্রকোনা: নেত্রকোনায় গত ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০টি উপজেলায় অন্তত ৬৩টি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও), মহিলা পরিষদ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জনপ্রতিনিধি, পুলিশ ও উপজেলা প্রশাসন এসব বাল্যবিয়ে বন্ধের উদ্যোগ নেয়।
তবে ভুয়া জন্মসনদ আর কাজীর কারচুপির সাহায্যে অনেক অভিভাবক অনায়াসে বাল্যবিয়ের আয়োজন করে থাকেন।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসাকের কার্যালয়ে আয়োজিত জেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভায় এই তথ্য জানা গেছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুনসুর। এতে বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন অভিজিত লোহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুর্শেদা খাতুন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব উল আহসান, মোহনগঞ্জের ইউএনও সাব্বির আহমেদ আকঞ্জি, বারহাট্টার ইউএনও এসএম মাজহারুল ইসলাম, খালিয়াজুরির ইউএনও রুয়েল সাংমা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলাল উদ্দিন, নারী প্রগতির ব্যবস্থাপক মৃণাল চক্রবর্তী, জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, সাংবাদিক পল্লব চক্রবর্তী প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ব্যাকের প্রতিনিধি প্রবাল সাহা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom