নতুন প্রেসিডেন্টের নাম আজই জানা যেতে পারে

তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’র (প্রধান নির্বাচন কমিশনার) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে।

নতুন প্রেসিডেন্টের নাম আজই জানা যেতে পারে
নতুন প্রেসিডেন্টের নাম আজই জানা যেতে পারে

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দেশের ২২তম প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে আজ রোববার বিকাল চারটায়। তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’র (প্রধান নির্বাচন কমিশনার) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। সে হিসেবে আজই জানা যেতে পারে কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রেসিডেন্ট। ক্ষমতাসীন আওয়ামী লীগ যাকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করবে, তিনিই পরবর্তী প্রেসিডেন্ট। তবে দলটি এখন পর্যন্ত তাদের প্রার্থী কে তা প্রকাশ করেনি। মনোনয়নপত্র জমা দেয়ার আগ পর্যন্ত তা ঘোষণা নাও করা হতে পারে। মো. আবদুল হামিদের উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা-কল্পনারও শেষ নেই। আওয়ামী লীগ কাকে এই পদে মনোনয়ন দিচ্ছে তা নিয়ে সবার ব্যাপক আগ্রহ। গত বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়। ওই বৈঠকের পর দলীয় সূত্র বলেছিল, দলীয় প্রার্থী কে হবেন, তা ১২ই ফেব্রুয়ারির আগে প্রকাশ করার সম্ভাবনা কম।

আগামী ১৯শে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের তারিখ। তবে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল কাউকে প্রার্থী করার সম্ভাবনা নেই। এর বাইরে অন্য কোনো প্রার্থীও এখন পর্যন্ত নেই। একক প্রার্থী হলে শেষ পর্যন্ত আর ভোটের প্রয়োজন হবে না। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থায় ফেরার পর থেকে মাত্র একবার প্রেসিডেন্ট পদে ভোটের প্রয়োজন পড়েছিল। প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামীকাল সোমবার মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। আইন অনুযায়ী, মনোনয়নপত্র পরীক্ষার পর মাত্র একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। প্রেসিডেন্ট নির্বাচন আইনে মনোনয়নপত্র দাখিল সম্পর্কে বলা আছে, মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত দিনে ও সময়ের মধ্যে কোনো সংসদ সদস্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তিকে ওই পদের জন্য মনোনীত করে নির্বাচনী কর্তার কাছে একটি মনোনয়নপত্র দিতে পারবেন, যে মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে তার স্বাক্ষর থাকবে এবং সমর্থক হিসেবে অন্য একজন সংসদ সদস্যের স্বাক্ষর থাকবে। সেই সঙ্গে যিনি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হতে যাচ্ছেন, তারও উক্ত মনোনয়নে সম্মতিসূচক স্বাক্ষরিত বিবৃতি থাকবে। তবে প্রস্তাবক বা সমর্থক হিসেবে কোনো সংসদ সদস্য একটির বেশি মনোনয়নপত্র সই করবেন না। প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। চলতি সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে আওয়ামী লীগ যাকে প্রার্থী মনোনয়ন করবে তিনিই পরবর্তী প্রেসিডেন্ট হবেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: