নতুন এমপিদের অন্তর্ভুক্ত করতে ছয়টি সংসদীয় কমিটি পুনর্গঠন
প্রথম নিউজ, ঢাকা : নতুন সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করতে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনে পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসরকারি সদস্য বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি ও কার্যপ্রণালী বিধি কমিটি। কুমিল্লা-৭ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে সদস্য করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির। সিরাজগঞ্জ-৬ থেকে নতুন নির্বাচিত মেরিনা জাহান কবিতার জায়গা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। আর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী সংরক্ষিত আসনের সদস্য শেরীফা কাদের সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন পিটিশন কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। ফাঁকা একটি সদস্য পদ থাকায় সেখানে মনোনয়ন দেয়া হয়েছে আওয়ামী লীগের সুবিদ আলী ভূঁইয়াকে। আর ১২ সদস্যের কার্যপ্রণালী বিধি কমিটির সদস্য করা হয়েছে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদকে।
আর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সদস্য হয়েছেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: