না’গঞ্জে বিএনপি ও ছাত্রদলের ৭ নেতা কারাগারে : ১৫ জনের জামিন

না’গঞ্জে বিএনপি ও ছাত্রদলের ৭ নেতা কারাগারে : ১৫ জনের জামিন

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের জিকুসহ ৭ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালতে ফতুল্লা ও আড়াইহাজারের পৃথক দুটি নাশকতার মামলায় জামিন শেষের পর আত্মসমর্পণ করে পুনঃ জামিনের আবেদন করলে আদালত এ আদেশ দেন। এসময় আরও ১৫ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

জামিন নামঞ্জুর হওয়া বিএনপি-ছাত্রদল নেতারা হলেন, ফতুল্লা থানা: জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, লুৎফর রহমান খোকা, এনামুক হক মামুন ইকবাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের জিকু, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শান্ত, আড়াইহাজার পৌরসভা যুবদল নেতা মনির হোসেন। আসামিদের আইনজীবী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, পুলিশের দায়েরকৃত দুটি গায়েবী মামলায় ১১ জন করে মোট ২২ জন আদালতে জামিনের আবেদন করলে আদালত ৭ জনকে কারাগারে পাঠিয়ে বাকিদের জামিন মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, দু’মামলায় ৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত জামিন মঞ্জুর করেছেন ১৫ জনের।