নিখোঁজের ৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর আরাফাত মিয়া (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের আদমপুরবাগ এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরাফাত ওই উপজেলার ভারগাঁও কাজিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্বজনরা জানান, গত ২ ডিসেম্বর বিকেলে কাজিপাড়া গ্রামে বাড়ির পাশে খেলতে যায় আরাফাত। রাত হয়ে গেলেও বাসায় না আসায় পরিবারের লোকজনসহ আত্মীয়স্বজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। কোথাও না পেয়ে ৪ ডিসেম্বর সোনারগাঁ থানায় সাধারণ ডায়রি করা হয়।
নিহতের চাচা মানিক মিয়া জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের কাশেম মিয়ার পুকুরে ভাসমান অবস্থায় আরাফাতের মরদেহ পাওয়া যায়। আমরা ধারণা করছি আরাফাতকে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরাফাতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।