নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ
প্রথম নিউজ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির পুকুরে ভেসে উঠল আবদুল্লাহ পুষ্প নামে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির স্বজন ও এলাকাবাসী জানান, কিছুদিন আগে শিশুটির বাবা মাসুদ রানা ও মা রুনা বেগমের দাম্পত্য কলহ থেকে বিচ্ছেদ হয়। শিশুটি তার নানার বাড়িতে মায়ের সঙ্গে থাকতে শুরু করে। গত শনিবার পুষ্পকে তার নানার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে বাবা মাসুদ। পরদিন রোববার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরে আত্মীয়-স্বজনসহ চারপাশে খুঁজেও না পেয়ে সদর থানায় একটি জিডি করে শিশুটির বাবা মাসুদ। জিডির দুদিন পরই মঙ্গলবার পুষ্পের মরদেহ ভেসে ওঠে বাড়ির পুকুরে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
সালান্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, মর্মান্তিক শিশুর মৃত্যুর ঘটনায় ধোয়াশা তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে। অনেকে এটিকে হত্যা বলেও মনে করছে।