যমুনা নদীতে ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড

ইলিশ ধরার দায়ে ২১ জেলেকে আটক

যমুনা নদীতে ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড
আটক জেলেরা

প্রথম নিউজ,মানিকগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ২১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলেকে কারাদণ্ড এবং সাতজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মা ইলিশ সংরক্ষণে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান পারিচালনা করে ২১ জেলেকে আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে ৫ কেজি মা ইলিশ উদ্ধার এবং ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আর আটকদের মধ্যে সাতজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom