নিখোঁজের একদিন পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

শুক্রবার সন্ধ্যার দিকে একই গ্রামের একটি ধান ক্ষেতে তার মৃতদেহ স্থানীরা দেখতে পায়।

নিখোঁজের একদিন পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রথম নিউজ, মৌলভীবাজার: নিখোঁজের একদিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা এলাকা থেকে মাহিন নামের ১০ বছরের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই মর্মান্তিক ও পৈশাচিক ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমেছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাইটুলা গ্রামের আবুল হোসের ছেলে মাহিনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুঁজি পরও তাকে না পেয়ে সকালে শ্রীমঙ্গল থানায় মৌখিক ভাবে জানানো হয়।

শুক্রবার সন্ধ্যার দিকে একই গ্রামের একটি ধান ক্ষেতে তার মৃতদেহ স্থানীরা দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেন। মাহিনের ঘাড়ে ও কানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মাহিন সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।