‘ওসি’র ফোন পেয়ে প্রায় ৩ লাখ টাকা পাঠিয়ে দিলেন আ’লীগের প্রার্থী
একটি সাধারণ ডায়েরি (জিডি) ও ভুক্তভোগী মুন্সি রেজওয়ানুর রহমান থানায় অভিযোগ করেছেন।
প্রথম নিউজ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। প্রতারক উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কাছ থেকে দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
এ ঘটনায় শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও ভুক্তভোগী মুন্সি রেজওয়ানুর রহমান থানায় অভিযোগ করেছেন।
আগামী ২৬ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মহিমাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার নবাগত ওসি ইজার উদ্দিনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে তিন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী নৌকার প্রার্থীকে ফোন করে প্রতারক চক্র। তারা প্রথমে রেজওয়ানকে ফোন করে কথিত ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলান এবং বিজয়ী করতে সব ধরনের আশ্বাস দেন। তাদের কথামতো ছয়টি নম্বর থেকে দুই লাখ ৮০ হাজার টাকা পাঠিয়ে দেয় রেজওয়ান মুন্সি।
পরবর্তী সময়ে কোচাশহর ইউনিয়নের আবু সুফিয়ান ও শালমারা ইউনিয়নের আনিছের কাছে একইভাবে ফোন করা হয়। বিষয়টির সত্যতা যাচাইয়ে তারা গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিনের সঙ্গে ব্যক্তিগত ফোনে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, প্রতারণার বিষয়ে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: