নিখোঁজ স্কুলছাত্রের মাটিচাপা দেয়া লাশ উদ্ধার
গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে যাদুকাটা নদীর বালু চড়ের মধ্যে ডান হাত দৃশ্যমান বালু চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
প্রথম নিউজ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে নিখোঁজের একদিন পর বালু চাপা দেয়া আট বছরের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত স্কুল ছাত্রের নাম সাকিমুল ইসলাম (৮)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের হারুন মিয়ার ছেলে এবং মোকারম ব্লু বার্ড একাডেমির প্রথম শ্রেনির ছাত্র। গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে যাদুকাটা নদীর বালু চড়ের মধ্যে ডান হাত দৃশ্যমান বালু চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহত স্কুল ছাত্রের সহপাঠী সহ আত্মীয়স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা এই শিশু হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত তাদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকালে নিহত স্কুল ছাত্র সাকিমুল ইসলামকে স্কুলে যাওয়ার জন্য তাগিদ দেন তার মা রিক্তা বেগম। তখন সে স্কুলে না গিয়ে শরীরে থাকা জামা খোলে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। সারাদিন বাড়ি না ফেরায় রাতে তার মা - বাবা, আত্মীয় - স্বজনরা তাকে খোঁজাখুজি করেও পাননি। গতকাল (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে নদীতে কাজ করতে যাওয়া শ্রমিকরা দেখতে পান যাদুকাটা নদীর খেয়াঘাট সংলগ্ন বালুর চড়ে ডান হাত দৃশ্যমান অবস্থায় একটি লাশ বালু চাপা দেয়া অবস্থায় পড়ে আছে। পরে থানায় সংবাদ দিলে সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে এসে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নাজমুল ইসলাম লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠান।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তাড়াহুড়া করে বালু চাপা দিতে গিয়ে তার ডান হাত দৃশ্যমান রেখেই চলে গেছে। পুলিশ এ হত্যাকান্ড ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।