নেইমারকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নিল আল হিলাল

নেইমারকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নিল আল হিলাল

প্রথম নিউজ স্পোর্টস ডেস্ক: রাজকীয় আয়োজনে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে বরণ করে নিল সৌদি ক্লাব আল হিলাল। শনিবার (১৯ আগস্ট) সৌদির বিখ্যাত কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্লাবের নীল জার্সিতে রাজকীয় সংবর্ধনা দিয়ে নেইমারকে পরিচয় করিয়ে দেয় আল-হিলাল।

নেইমারকে এক নজর দেখতে এদিন কিং ফাহাদ স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হয়। বর্ণিল আলোকছটায় মোড়ানো স্টেডিয়ামে টানেল ধরে নেইমার যখন হেঁটে মঞ্চে উপস্থিত হন, গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।

শুধু নেইমারকে নয়, ক্লাবটি বরণ করে নিয়েছে তাদের আরো দুই তারকাকে। যাদের একজন নেইমারের স্বদেশী ম্যালকম। অপরজন সেভিয়া থেকে আসা মরক্কোর আলোচিত গোলরক্ষক ইয়াসিন বুনু। এই দু’জনকেও রাজকীয় অভ্যর্থনা দেয় আল-হিলাল।

নেইমারকে দেখতে মাঠে আসা দর্শকরা অবশ্য এদিন ঘরে ফিরেছেন মিশ্র অনুভূতি নিয়ে। নেইমারকে দেখার আনন্দ কিছুটা হলেও ম্লান হয়ে গেছে আল-হিলালের মাঠের পারফরম্যান্সে। এমন স্মরণীয় দিনটা রাঙাতে পারেনি ক্লাবটি। আল ফেইয়ার বিপক্ষে খেলতে নেমে ১-১ সমতায় খেলা শেষ করেছে।

এই ম্যাচে মাঠে নামেননি নেইমার। ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেছেন সতীর্থদের খেলা। মাঠে নামেননি ইয়াসিন বুনোও। তবে ছিলেন ম্যালকম। যদিও আশানুরূপ কিছু করতে পারেননি তিনি।

যাহোক, নেইমারকে মাঠে দেখা যাবে এই সপ্তাহেই। আল হিলালের পরের ম্যাচ বৃহস্পতিবার। ওই দিন বাংলাদেশ সময় রাত ১২টায় আল রাইদের বিপক্ষে মাঠে নামবে তারা। সব ঠিক থাকলে ওই ম্যাচ দিয়েই নেইমারের অভিষেক হবার সম্ভাবনা রয়েছে।