ধর্ষণের পর কলেজছাত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দিলো লম্পট প্রেমিক

শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী কলেজছাত্রী নিজেই বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

ধর্ষণের পর কলেজছাত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দিলো লম্পট প্রেমিক

প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চালা গ্রামের কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে লম্পট প্রেমিক জাকির হোসেনের বিরুদ্ধে।  শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী কলেজছাত্রী নিজেই বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক জাকির একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লাপাড়া এইচটি ইমাম গার্লস স্কুল ও কলেজের ছাত্রীর (১৭) সঙ্গে সদর ইউনিয়নের চালা গ্রামের জাকির হোসেনের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফেলে জাকির বিয়ে করার প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে। বিভিন্ন সময়ে ফেসবুক ম্যাসেঞ্জারের ভিডিও কলে কথা বলার ছলে কলেজছাত্রীর অশ্লীল নগ্ন ছবি সংগ্রহ করে ওই লম্পট। পরে মেয়েটির নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। মেয়েটি বিয়ের কথা বললে বিভিন্ন টালবাহানা শুরু করে জাকির। 

একপর্যায়ে মেয়েটির বেশ কিছু নগ্ন ও অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় জাকির। মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি জাকিরের পরিবারকে জানালে ধর্ষণের ঘটনা অস্বীকার করে উল্টো ভিকটিমের পরিবারকে হুমকি-ধামকি দেয়।  এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে। বাদিনীর পিতা জানান, ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে তারা। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমাদের মৃত্যুর হুমকি দিয়ে চলেছে ধর্ষক পরিবারের সদস্যরা। তিনি আরও জানান, জাকিরের পরিবার বলছে- মামলা দিয়ে কি করবি। টাকা থাকলে ওসব মামলা কিছুই না।

স্থানীয় ইউপি সদস্য জাকারিয়া জানান, ঘটনাটি পুরো সত্য। বিষয়টি খুবই দুঃখজনক । মেয়েটিকে ধর্ষণ করে তার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। এটা বড়ই অন্যায়। ভুক্তভোগী ন্যায় বিচার পাক সেটাই সকল মহলের কাছে আমার প্রত্যাশা। উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত এনামুল হক জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। মামলা হয়েছে।