ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে খুন করেন গৃহশিক্ষক

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মো. মোসলেহ উদ্দিন মিজানের আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে খুন করেন গৃহশিক্ষক

প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার পর হত্যার ঘটনায় গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে (২৬) অভিযুক্ত করে আদালতে হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মো. মোসলেহ উদ্দিন মিজানের আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, আমি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) স্পেসল্যাব চৌধুরী প্রমোজ আমলি আদালত-১ এর মো. মোসলেহ উদ্দিন মিজানের আদালতে দাখিল চার্জশিটটি দাখিল করি। কোর্ট ইন্সপেক্টর শাহ আলম অভিযোগপত্রটি গ্রহণ করেন।

ওসি মো. আনোয়ারুল ইসলাম আরও বলেন, ডিএনএ ফলাফল, কল লিস্ট এবং অন্যান্য আলামতের ওপর ভিত্তি করে এ চার্জশিট জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় তাৎক্ষণিক আটক ইসরাফিলকে এ মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখেছি। রনিকে অভিযুক্ত করে ৭ মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে গ্রেপ্তারের পরেরদিন শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

স্বীকারোক্তির বিষয়ে তিনি বলেন,  ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরের দিকে অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীর বাসায় প্রবেশ করেন গৃহশিক্ষক আবদুর রহিম রনি। তারপর এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির সময় নিজেকে রক্ষা করার জন্য রনির ঘাড়ে ও গলায় আঁচড় দেয় ভুক্তভোগী স্কুলছাত্রী। এক পর্যায়ে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হন রনি। পরবর্তীতে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দেয় ওই শিক্ষার্থী। এতে ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে ছোরা এনে শিক্ষার্থীর বাম হাতের রগ এবং গলা কেটে মৃত্যু নিশ্চিত করে হাতের বাঁধন খুলে দেন রনি।

পুলিশ সুপার আরও বলেন, জবানবন্দিতে রনি বলেছেন, ভারতীয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’ দেখে সে এসব শিখেছে। ঘটনাটির ভিন্ন রূপ দিতে ঘরের আলমিরা ও ওয়ারড্রবের সব কাপড় ও কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখেন রনি। এরপর ভেতরের রুমের দরজা লক করে এবং ঘরের মূল দরজা বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান।

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।