আরবে ঈদুল ফিতর হতে পারে ২২শে এপ্রিল
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার (আইএসি) বলেছে, আরব দুনিয়ায় পবিত্র ঈদুল ফিতর হতে পারে ২২শে এপ্রিল, শনিবার।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার (আইএসি) বলেছে, আরব দুনিয়ায় পবিত্র ঈদুল ফিতর হতে পারে ২২শে এপ্রিল, শনিবার। তবে তারা যত যা-ই বলুক, নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে প্রকৃত তারিখ নিশ্চিত করা হয়। এ খবর দিয়ে অনলাইন এরাবিয়ান বিজনেস বলছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার টুইটার পোস্টে লিখেছে, মুসলিম বিশ্বের দেশগুলো পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা শুরু করবে ২০শে এপ্রিল বৃহস্পতিবার। কিন্তু আরব বিশ্ব ও ইসলামিক দুনিয়া থেকে খালি চোখে সেদিন চাঁদ দেখা অসম্ভব। এদিন টেলিস্কোপ দিয়েও বেশির ভাগ আরব ও ইসলামিক দেশ থেকে চাঁদ দেখা সম্ভব নয়। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটতে পারে পশ্চিম আফ্রিকায়। যেমন লিবিয়া থেকে। কিন্তু চাঁদ দেখা খুব কঠিন হবে। তা দেখতে নিখুঁত একটি টেলিস্কোপ লাগবে, একজন পেশাদার পর্যবেক্ষক লাগবে, ব্যতিক্রমী আবহাওয়া থাকতে হবে। কিন্তু এসব ফ্যাক্টর একসঙ্গে মিলে যাওয়া খুবই বিরল।
ফলে এদিন চাঁদ দেখা যাবে না আরব বিশ্ব থেকে। এ জন্য পবিত্র ঈদুল ফিতর হতে পারে ২২শে এপ্রিল শনিবার। ওই সংস্থাটি তাদের অবস্থান পরিষ্কার করেছে টুইটারের আরেকটি পোস্টে। তাতে তারা জানিয়েছে, এই পূর্বাভাষ জ্যোতির্বিদ্যা বিষয়ক তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। ওদিকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গালফ কোঅপারেশন কান্ট্রিজ (জিসিসি) সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান ও কুয়েত এরই মধ্যে সরকারি, বেসরকারি খাতে ছুটি ঘোষণা করেছে। সবচেয়ে বেশি ছুটি ঘোষণা করেছে কাতার। সেখানে ১১দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।