দেয়ালে নাম লেখা নিয়ে প্রেমিকযুগল বিপাকে

দেয়ালে নাম লেখা নিয়ে প্রেমিকযুগল বিপাকে

প্রথম নিউজ, অনলাইস ডেস্ক: দেয়ালে বা গাছে কিম্বা পাথরে বা সাগরের বালিতে, আরও অনেক কিছুর উপরেই প্রেমিক জুটিরা একে ওপরের নাম খোঁদাই করে থাকেন ।ধরে রাখেন স্মৃতি। কিন্তু তাই বলে কি সবখানেই এমন লেখা চলে? এবার এই কাজের খেসারত দিতে হবে হয়তো এক  যুগলকে।  ইতালির রাজধানী রোমে বিখ্যাত কলোসিয়ামের দেয়ালে খোদাই করে নিজের ও বান্ধবীর নাম লিখেছেন এক যুবক। 

ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী এই স্থাপনার ক্ষতির দায়ে তাদের এখন পুলিশ খুঁজছে। দেয়ালে খোঁদাই করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাদের খোঁজা শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। তদন্তে জানা গেছে, ওই যুগল যুক্তরাজ্য থেকে ইতালিতে ভ্রমণে এসেছেন। ওদিকে ছবি মিলিয়ে তাদের  শনাক্ত করা হয়েছে বলে  বিবৃতিতে জানিয়েছে ইতালিয়ান কারাবিনারি ল’ এনফোর্সমেন্ট এজেন্সি। যদিও তাদের নাম ও অবস্থান সমন্ধে  তথ্য প্রকাশ করা হয়নি।ওই যুগলের এমন কাজের ভিডিও ধারণ করেন  মার্কিন পর্যটক রায়ান লুজ । তিনি তাৎক্ষণিকভাবে কলোসিয়ামের রক্ষীদের ভিডিওটি দেখান। কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেননি তখন। পরে ওই পর্যটক  সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ করেন। এরপরই ভাইরাল হয় সেটি। নজরে আসে থানা পুলিশের।

ইতালিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, ওই যুবক ও তার বান্ধবীকে অবশ্যই খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। এর আগে যারা কলোসিয়ামের দেয়ালের ক্ষতি করেছেন তাদের বড় অংকের জরিমানার কবলে পড়তে হয়েছিল।  কলোসিয়ামটি তৈরি হয়েছিল প্রথম শতকে।এটি বিশ্বের সবচেয়ে বড় গ্যালারিসমৃদ্ধ নাট্যমঞ্চ। রোমানদের তৈরি  স্থাপনাটি দেখতে প্রতি বছর  প্রায় ১০ লাখ মানুষ ভীড় জমান। আর এই স্থাপনায় কোনো অঙ্কন, খোঁদাই বা কোনধরনের ক্ষতি হয় এমন কিছু করা অপরাধ। এর আগে ২০২০ সালে ৩২ বছর বয়সী এক আইরিশ যুবককে আটক করা হয়েছিল এমন অপরাধে।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইতালির আইন অনুযায়ী, “Ivan + Hayley 23” লেখা এই যুগলকে খোঁজা হচ্ছে। তাদেরকে ২২ হাজার ডলার পর্যন্ত জরিমানা সে সঙ্গে জেলও দেয়া হতে পারে।