বাংলাদেশের আন্দোলন সারা পৃথিবী সমর্থন করছে

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের আন্দোলন সারা পৃথিবী সমর্থন করছে

প্রথম নিউজ, অনলাইস: বাংলাদেশের আন্দোলন সারা পৃথিবী সমর্থন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন বিশ্ব বলা শুরু করেছে, বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার দরকার। যে সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। এ কারণেই আন্দোলন হচ্ছে। আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলেই সারা পৃথিবীর জনগণ এই আন্দোলনকে সমর্থন করছে। ঠিক যেভাবে ১৯৭১ সালে বাংলাদের আন্দোলনকে সারা পৃথিবী সমর্থন করেছিল।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নুর শাহাদাত সজল, সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।