দেশ বাঁচাতে এই সরকারকে বিদায়ের কোন বিকল্প নেই: খন্দকার মোশাররফ
প্রথম নিউজ, খেলা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার নজিরবিহীন দুর্নীতি, টাকা পাচার, লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা কখনো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবে না। আওয়ামী লীগ ফন্দি-ফিকির করে আবারও ক্ষমতায় থাকতে চায়। তাই দেশ বাঁচাতে এই গণবিরোধী সরকারকে বিদায়ের কোন বিকল্প নেই। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রয়াত একেএম ফজলুল হক মোল্লার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ হোমনা জাতীয়তাবাদী ফোরাম এই সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে বাইরে রেখে আবারও ভোট ডাকাতির নির্বাচন করার জন্য সরকার নানা ষড়যন্ত্র, ছলচাতুরী করছে। তবে আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নতুন ইসির অধীনে। বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তবে এই সরকারের অধীনে নয়। কারণ এই সরকার নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই জালেম সরকারকে বিদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে সকলকে শপথ নেয়ার জন্য উদাত্ত আহবান জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি জাকির হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম ও সহ-সাধারণ সম্পাদক মিঞা মিজানুর রহমান প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: