খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে গণ-আন্দোলন: মির্জা ফখরুল
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে জেলে এবং মৃত্যুপথ যাত্রী

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকারকে অবশ্যই ‘গণ-আন্দোলন’ এর মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপির জাতীয় কমিটির উদ্যোগে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের নেত্রী যিনি আপোষহীনভাবে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থাবস্থা তিনি হাসপাতালে আছেন। তার বাইরে চিকিতসা করানোটা অত্যন্ত জরুরী ডাক্তাররা বলছেন। সেই অনুমতি পাওয়া যাচ্ছে না, সেই সুযোগ পাওয়া যাচ্ছে না। এই আলোচনা সভা থেকে আমরা বলতে চাই, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিতসার সুযোগ দেয়া হোক, তাকে মুক্তি দেয়া হোক।তা না হলে এই সরকারের পতনের আন্দোলনের সামনে তাদেরকে অবশ্য দাঁড়াতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে দেশের মানুষ এক শ্বাসরুদ্ধ্কর অবস্থায় বসবাস করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে জেলে এবং মৃত্যুপথ যাত্রী। দেশের মানুষের অধিকার নেই, গণতন্ত্র নেই, তাদের ভোটের অধিকার নেই্, মানুষ আজকে বিক্ষুব্ধ। এর একটা অবশ্যই একটা বিস্ফোরণ ঘটবে। আমরা যদি এই মজলুম জননেতা মওলানা ভাসানীর সেই খামোশ এবং তার সাহসের শিক্ষাকে গ্রহন করে সেই খামোশ বলার শক্তি অর্জন করে আমরা যদি এই সরকারের বিরুদ্ধে জনগনকে তাহলে গণআন্দোলন রচনা করতে পারি তাহলে মজলুম জননেতাকে স্মরণ করা সার্থক হবে।
বিএনপির জাতীয় কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: