দেশে দুর্ভিক্ষ নেই, দর কিছুটা বেশি: কৃষিমন্ত্রী

তিনি বলেন, বিএনপি তাদের ভাঙা রেকর্ডার বাজিয়ে দেশের পরিবেশ ঘোলাটে করতে চায়।

দেশে দুর্ভিক্ষ নেই, দর কিছুটা বেশি: কৃষিমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশে কোনো দুর্ভিক্ষ নেই; খাদ্য নিয়ে কোনো হাহাকারও নেই। খাদ্যশস্য যথেষ্ট মজুদ রয়েছে। বাজারে দর কিছুটা বেশি, এটা স্বীকার করি। রবিবার দুপুরে ভোলা সদর উপজেলায় সমন্বিত কৃষি খামার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বিএনপি তাদের ভাঙা রেকর্ডার বাজিয়ে দেশের পরিবেশ ঘোলাটে করতে চায়।

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘সবজির দাম বেশি হলেও দেশে কোনো দুর্ভিক্ষ নেই। কৃষক সব ধরনের ভুর্তকি পাচ্ছে। এ বছর সরকার ২৮ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে। ‘বর্তমান সরকার শত প্রতিকূলতার মধ্যেও সারের দাম বাড়ায়নি’ উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বন্যায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে সরকার প্রণোদনা দিয়ে পাশে দাঁড়াবে। এর আগে মন্ত্রী ভোলায় সমন্বিত ফলবাগান, লবণাক্ত জমিতে তেল জাতীয় ফসল এবং পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন। পরে মাঠে কৃষকদের সঙ্গে কথা বলেন।

মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব মোসায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (ব্রি) মো. শাহজাহান কবীর, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom