দম ফেলার সুযোগ পাচ্ছি না : পড়শী
প্রথম নিউজ, ডেস্ক : তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গানের পাশাপাশি অভিনয়েও সরব তিনি। দুই বছর ধরে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এই শিল্পী। ২০২৪ সালটা সাবরিনা পড়শীর জন্য বেশ দারুণ সফল একটি বছর কেটেছে বলা যায়।
গানে-অভিনয়ে দারুণ ব্যস্ত ছিলেন পড়শী। একের পর এক কনসার্ট, সেই সুবাদে ঘুরছেন দেশ-বিদেশে। তাকে নিয়ে লিখেছেন সুদীপ কুমার দীপ।
ইমরান মাহমুদুলের সঙ্গে বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয় হয়েছে পড়শীর।
১০ ডিসেম্বর এসেছে এই জুটির নতুন গান ‘কথা একটাই’। রবিউল ইসলাম জীবনের কথায় সুর ও সংগীত করেছেন ইমরান। মাত্র পাঁচ দিনেই গানটি পেয়েছে প্রায় দুই মিলিয়ন ভিউ। সাম্প্রতিক কোনো গানই ইউটিউবে আগের মতো ভিউ পাচ্ছে না, সেখানে ‘কথা একটাই’-এর এমন সাড়ায় বেশ উচ্ছ্বসিত পড়শী।
বলেন, ‘গানটা যখন তৈরি হচ্ছিল, তখনই মনে হয়েছে শ্রোতাদের ভালো লাগবে। তবে এত দ্রুত মন জয় করে নেবে, এটা ভাবিনি। গানটির ভিডিওচিত্রটি ভিন্নধর্মী। মডেল হয়েছি আমি আর ইমরান ভাই, যেখানে আমি একটি হকি টিমের সদস্য আর ইমরান ভাই কোচ। আমি তার প্রেমে পড়ি, তবে বলতে পারি না।
আমরা ভিডিওটি বেশ সময় নিয়ে শুটিং করেছিলাম। অডিওর সঙ্গে ভিডিওটা দারুণ ম্যাচ করাতেই মনে হয় গানটি বেশি সাড়া পেয়েছে। পরিচালক সৈকত রেজা ভাইকেও ধন্যবাদ। তিনি দারুণ একটি গানচিত্র করে দিয়েছেন।’