দুবারের চেষ্টায় ভোট, ইভিএম নিয়ে ক্ষোভ মোস্তফার

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন মোস্তাফিজার রহমান।

দুবারের চেষ্টায় ভোট, ইভিএম নিয়ে ক্ষোভ মোস্তফার

প্রথম নিউজ, রংপুর : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৮টায়। ভোট শুরুর আধাঘণ্টা পর নিজ কেন্দ্রে ভোট দিতে যান জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটির কারণে প্রথম দফায় তিনি ভোট দিতে পারেননি। প্রায় মিনিট দশেক ভোটকক্ষে অপেক্ষার পর দ্বিতীয় দফায় ভোট দিতে পারলেও ইভিএম নিয়ে ক্ষোভ আর অসন্তোষ প্রকাশ করেছেন এ প্রার্থী। একই সঙ্গে নিজের জয়ের ব্যাপারেও শুনিয়েছেন আশার কথা।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন মোস্তাফিজার রহমান।

এসময় তিনি বলেন, জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। গত মেয়াদে রংপুরের মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছে। এই পাঁচ বছরে রংপুরের যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়নে এবারও বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশা করছি। মোস্তাফিজার রহমান বলেন, আমরা ইভিএম নিয়ে আগেই আশঙ্কা করেছিলাম। অবশেষে সেটাই সত্য হলো। ভোট দিতে গিয়ে দেখলাম ‘ইভিএম বিকল’। এ কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা টেকনিশিয়ান ডেকে মেরামতের কথা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে নগরীর ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি বুথে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে বসানো হয়েছে এক হাজার ৮০৭ সিসি ক্যামেরা। নির্বাচন কমিশনসহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে এই নির্বাচন। এবার রংপুর সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। ২২৯টি কেন্দ্রের বুথ সংখ্যা ১ হাজার ৩৪৯টি।

নির্বাচনে মোস্তাফিজার রহমানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। এদিন সকাল সাড়ে ৯টায় নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে ডালিয়াও নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। তিনি বলেন, সুষ্ঠু ভোট হচ্ছে। রংপুরের মানুষ নৌকার সঙ্গে আছে। উন্নয়নের স্বার্থে জনগণ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন।

নির্বাচনে মোস্তাফিজার ও ডালিয়া ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন ভোটে লড়ছেন। পাশাপাশি সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ জন এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom