দ্বিতীয়বার করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন
প্রথম নিউজ, ডেস্ক : দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। টুইটারে এক পোস্টে অভিনেতা নিজেই এ খবর জানিয়েছেন। গত কয়েক দিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে টুইটারের ওই পোস্টে বলিউডের শাহেনশাহ বলেন, ‘একটু আগে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’
এর আগে, ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বেশ কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে পুরো সুস্থ হয়ে ফেরেন বাড়িতে।
ওই সময় তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন কোভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। করোনা আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
গত বছরের মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করেন অমিতাভ। এছাড়াও ২০টি ভেন্টিলেটর কেনার বন্দোবস্ত করেছিলেন তিনি। সেগুলোর মধ্যে ১০টি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটি হাসপাতালে পাঠানো হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews