দিনাজপুরে হাসপাতালের ছাদ থেকে পড়ে রোগীর মৃত্যু

 দিনাজপুরে হাসপাতালের ছাদ থেকে পড়ে রোগীর মৃত্যু

প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ছাদ থেকে নিচে পড়ে আমিনা খাতুন (৮০) নামে এক রোগীর মৃত্য হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটার ভবনের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা আমিনা খাতুন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর (নয়াপাড়া) গ্রামের আফছার আলীর স্ত্রী ।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৫ সেপ্টেম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে আমিনা খাতুনকে ভর্তি করা হয়। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করেই আমিনা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার সঙ্গে থাকা বড় ছেলের বউ মোশরেবা খাতুন রাতেই তার স্বামীকে বিষয়টি জানান। পরে সকাল ৮টার দিকে শাশুড়ি আমিনা খাতুনের মরদেহ হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এ ব্যাপারে কোতয়ালী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে  ।