দিনাজপুরে ঈদ উদযাপন করছে প্রায় দেড় হাজার পরিবার

দিনাজপুরে ঈদ উদযাপন করছে প্রায় দেড় হাজার পরিবার
দিনাজপুরে ঈদ উদযাপন করছে প্রায় দেড় হাজার পরিবার- প্রথম নিউজ

প্রথম নিউজ, দিনাজপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর জেলার ৫ উপজেলায় প্রায় দেড় হাজার পরিবার আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। 

দিনাজপুরের সদর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে এসব পরিবার। এসব পরিবারের মুসল্লিরা জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছে। 
 
সোমবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টার নামে একটি কমিউনিটি সেন্টারে নারী-পুরুষসহ ২শতাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন মাওলানা মো. মোখলেছুর রহমান। 

এছাড়াও দিনাজপুর চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, বিরল উপজেলার কামদেবপুর ও কাজিপাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া এবং বিরামপুর উপজেলায় দুইটি গ্রামে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

জেলায় ১৩টি উপজেলায় প্রায় দেড় হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom