দিদি নাম্বার ওয়ানে বহুরূপে দেখা দেবেন মমতা

 দিদি নাম্বার ওয়ানে বহুরূপে দেখা দেবেন মমতা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুধু একজন রাজনৈতিক কর্মীই নন, তিনি সংস্কৃতমনা মানুষ। কবিতা লিখেও তিনি খ্যাতি লাভ করেছেন। এবার তিনি বহুরূপে ধরা দিচ্ছেন।

মমতাকে এবার ভারতের জনপ্রিয় বাংলা রিয়েলিটি টিভি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এ দেখা যাবে। এ সংবাদ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এখন জি-বাংলা ‘দিদি নাম্বার ওয়ান’র এ বিশষ টেলিকাস্টের সময় জানিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে। তাকে ইন্ডাস্ট্রির দিদি অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জীর সঙ্গে মঞ্চে দেখে খুশি হবেন ভক্তরা।

‘দিদি নাম্বার ওয়ান’ ভারতের প্রতিটি বাঙালি পরিবারের প্রিয় অনুষ্ঠান। তাছাড়া এটি দীর্ঘতম রিয়েলিটি টিভি শোগুলোর মধ্যে একটি। এই প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একটি বিশেষ উপস্থিতি থাকবে শোটিতে।

জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রচনাকে আগেই জানিয়েছিলেন যে তিনি রুটি বেলতে জানেন না। কিন্তু প্রোমোতে মুখ্যমন্ত্রীকে বেশ সুন্দর রুটি বলতে দেখা গেছে।

যাইহোক, তিনি অন্য সবার সঙ্গে গানও করেন, নাচেনও এবং কবিতা আবৃত্তিও করেন। সত্যিই তিনি বহুরূপে ধরা দিয়েছেন। এ অনুষ্ঠানে সঙ্গে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী এবং প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী, গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীও।

তাছাড়া ‘বাংলার গরবো মমতা’ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি ভিডিওতে রচনা প্রকাশ করেছেন যে তিনি মমতা ব্যানার্জীকে শোতে অনুগ্রহ করে কতটা রোমাঞ্চিত হয়েছেন। এমনকি রচনা ব্যানার্জী উল্লেখ করেছেন যে শো-টির নাম ‘দিদি নাম্বার ওয়ান’, তা শেষ পর্যন্ত নাম স্বার্থকতা পেল।
প্রখ্যাত গায়ক ইন্দ্রনীল সেন, রূপঙ্কর বাগচী, অদিতি মুন্সি, রথীজিৎ ভট্টাচার্য এবং অঙ্কিতা ভট্টাচার্যের মনোমুগ্ধকর পরিবেশনাও থাকছে এবারের অনুষ্ঠানে।