দোকানের সামনেই প্রবাসীকে গুলি করে হত্যা

নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৪৫) নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারয়ণপুর গ্রামের আবু তাহেরের ছেলে।    

দোকানের সামনেই প্রবাসীকে গুলি করে হত্যা

প্রথম নিউজ, নোয়াখালী: আমেরিকার জর্জিয়ার রাজ্যের রাজধানী আটলান্টা শহরে সন্ত্রাসীদের গুলিতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৬ জুন) নোয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল বিষয়টি নিশ্চিত করেন।  নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৪৫) নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারয়ণপুর গ্রামের আবু তাহেরের ছেলে।    

তিনি বলেন, মাহফুজ বাবা, স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহতের ভাই মাহবুব হোসেন লিটন বলেন, ১০ বছর আগে আমেরিকায় যান আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ। পরবর্তীতে আটলান্টা শহরে ব্যবসা শুরু করেন তিনি। বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এসময় বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, আটলান্টায় তার জানাজা হবে এবং সেখানে একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom