তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৩০০ ছাড়িয়েছে
আহত হয়েছেন আরও ২০ হাজারের বেশি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে জানানো হয়েছে, শুধু তুরস্কেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯২১ জন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রতি আপডেটেই শত শত নতুন মৃত্যু যুক্ত হচ্ছে। সর্বশেষ হিসেব অনুযায়ী, দুই দেশে মোট ৪৩০০ মানুষের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে। আহত হয়েছেন আরও ২০ হাজারের বেশি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে জানানো হয়েছে, শুধু তুরস্কেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯২১ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও সতর্ক করে বলেছে এ সংখ্যা আটগুণ পর্যন্ত বাড়তে পারে। ডব্লিউএইচও কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্পের কারণে বহু মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। তাদের থাকার কোন জায়গা নেই। তুষারপাতের কারণে তীব্র ঠান্ডায় তাদের জন্য বিপদ আরো বাড়বে বলে তিনি উল্লেখ করেন। দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে।
বারো তলা বিল্ডিংও মাটির সাথে মিশে গেছে, রাস্তা ধসে গেছে। চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত শুধু ধ্বংসস্তুপের পাহাড় দেখা যাচ্ছে। সিরিয়ায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছেন অসংখ্য মানুষ। তাদের কী অবস্থা তা অনিশ্চিত। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেরিয়ে আসছে মৃতদেহ। এ সংখ্যা কোথায় গিয়ে থামে তা অজানা।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ আফাদ বলেছে, কমপক্ষে ২৮৩৪টি ভবন ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্পের পরে শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে। সোমবার ভোরবেলা যখন ঘড়িতে সময় প্রায় ৪টা, ঠিক তখনই এই ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বেশির ভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের উপর। মোমের মতো ধসে পড়েছে একাধিক ভবন। সঙ্গে সঙ্গে লাশ। লাশ আর লাশ। চারদিকে শুধু লাশ। এত লাশের ভার নিয়ে দেশ দু’টির আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। যারা বেঁচে আছেন, হতাশায় তাদের চোখ-মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বুঝে উঠতে পারছেন না যে, এখনো বেঁচে আছেন। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। কম্পন অনুভূত হয়েছে মিশর, নেবানন, সাইপ্রাস থেকেও।