তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি
আজ বুধবার রায় ঘোষণার পরই নয়াপল্টনে বিএনপি ও তার অঙ্গ-সগযোগি সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ করে।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি ও তার অঙ্গ-সগযোগি সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার রায় ঘোষণার পরই নয়াপল্টনে বিএনপি ও তার অঙ্গ-সগযোগি সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ করে।
এ সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা জেলা বিএনপির আহবায়ক খন্দকার আবু আশফাক, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ বিএনপি ও তার অঙ্গ-সগযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মিথ্যা অভিযোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে করা মামলার ফরমায়েশি রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তারেক রহমানকে ৯ বছর ও ডা. জুবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।