প্রথম নিউজ, অনলাইন: দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি সহ ৩ দফা দাবিতে শিক্ষাভবন ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাা। সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এই গণপদযাত্রা শুরু হয়। গণপদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থীরা- 'আমি কে, তুমি কে, জবিয়ান, জবিয়ান' মুলা না ক্যাম্পাস, ক্যাম্পাস, ক্যাম্পাস' 'আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম' অধিকার না অন্যায়, অধিকার, অধিকারসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। আন্দোলনের সংগঠক একেএম রাকিব বলেন, আমরা আজ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিবো। পাশাপাশি তিন কার্যদিবসের সময় দিব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।
শিক্ষার্থীদের দাবি তিনটি হলো- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।