তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন? কী বললেন করিনা কাপুর!

“আরে পাস্তা আর ওয়াইনের ফল… শান্ত হোন… আমি অন্তঃসত্ত্বা নই…সইফের মতে দেশের জনসংখ্যায় তাঁর একটু বেশিই অবদান রয়েছে।

তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন? কী বললেন করিনা কাপুর!
তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন? কী বললেন করিনা কাপুর!

প্রথম নিউজ, ডেস্ক: লন্ডনে বেড়াতে গিয়েছিলেন। ডায়েটের তোয়াক্কা না করেই পেটপুজো করেছেন। তাতেই মেদ খানিক বেড়েছিল। বিশেষ করে মধ্যপ্রদেশে। অন্তঃসত্ত্বা নাকি? তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন করিনা কাপুর ? রসিকতা করেই প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী।  সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় করিনা। সেখানেই মনের কথা জানান, নানা ছবি-ভিডিও শেয়ার করেন। লন্ডনে থাকলেও অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি করিনার নজরে পড়েছে। তার জবাব দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, “আরে পাস্তা আর ওয়াইনের ফল… শান্ত হোন… আমি অন্তঃসত্ত্বা নই…সইফের মতে দেশের জনসংখ্যায় তাঁর একটু বেশিই অবদান রয়েছে। “২০১২ সালের ১৬ অক্টোবর বলিউডের নবাব সইফ আলি খানকে  বিয়ে করেছিলেন করিনা। বিয়ের চার বছর পর প্রথম সন্তান তৈমুরের জন্ম দেন অভিনেত্রী। তার পাঁচ বছর পর দ্বিতীয় সন্তান জাহাঙ্গির ওরফে জেহর জন্ম হয়। দুই সন্তান ও স্বামীর সঙ্গে লন্ডনে যান করিনা। সেখানে বেশ ভাল সময় কাটিয়েছেন অভিনেত্রী। ছবিও আপলোড করেছেন অনুরাগীদের জন্য। 

ছুটি কাটিয়ে দেশে ফিরেই হয়তো ‘লাল সিং চড্ডা’র প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। এই ছবির শুটিং চলাকালীনই দ্বিতীয় সন্তান তাঁর গর্ভে আসে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘লাল সিং চড্ডা’র শুটিং শেষ করেছেন করিনা। তাঁর জন্য সেটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন নায়ক-প্রযোজক আমির খান । আগামী ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে করিনা-আমিরের ‘লাল সিং চড্ডা’ ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom