ঢাবির ১০৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানান।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে স্থায়ী, সাময়িক ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে স্থায়ী বহিষ্কার হয়েছেন একজন। অন্য ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে ও সাময়িক বহিষ্কার করা হয়। স্থায়ী বহিষ্কার হওয়া জীম নাজমুল বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। এর আগে একই অপরাধে সাময়িক বহিষ্কার করার পাশাপাশি কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটি জানতে চেয়ে নোটিশ জারি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে বিভিন্ন মেয়াদে ও সাময়িক বহিষ্কার ১০৮ জনের বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধবিরোধী আচরণ ও অ্যালকোহল গ্রহণসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানান। প্রক্টর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের ১০৯ জন শিক্ষার্থীকে স্থায়ী, সাময়িক ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব শিক্ষার্থীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে উঠা অভিযোগ তদন্তে গঠিত তদন্ত কমিটির সুপারিশ সাপেক্ষে বিভিন্ন মেয়াদের তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
শৃঙ্খলা কমিটির সভায় ৪৭টি এজেন্ডা ছিল বলে জানান অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন, কর্তব্যরত শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ, জালিয়াতি, মাদকসেবন ও ইভটিজিংয়ের অভিযোগগুলোর ওপর গুরুত্ব দিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। আরও কয়েকটি বিষয়ে অধিক তদন্ত ও প্রমাণ সাপেক্ষে সামনের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: